মুক্তোঝুরির ভেষজগুণ ঃ

মুক্তোঝুরির ভেষজ গুণাবলী মুক্তোঝুরি একটি অতি পরিচিত ছোট বিরুৎ জাতীয় আগাছা। মুক্তোঝুরির ইংরেজি নাম Indian Nettle । এর বিভিন্ন নাম রয়েছে যেমন- মুক্তবর্ষী, বিড়ালকান্দুনী, বেড়াল হাঁচি। এর ফল বড় মঞ্জরীপত্র দ্বারা আবৃত থাকে। ফল একবীজ বিশিষ্ট হয়। মুক্তোঝুরির যে অংশ ব্যবহার করা হয়: মুক্তোঝুরির সমস্ত উদ্ভিদ ব্যবহার করা হয়। বাচ্চাদের হাঁপানিতে মুক্তোঝুরি: বাচ্চা ছেলে-মেয়েদের হাঁপানিতে মুক্তোঝুরির পাতার রস ও পুরাতন ঘি একত্রে মিশিয়ে অল্প গরম করে বুকে আস্তে আস্তে মালিশ করলে কিছুক্ষণের মধ্যেই হাঁপানির হাঁপটা কেটে যাবে। বাচ্চাদের ক্রিমিতে মুক্তোঝুরি: ছোট ছেলে-মেয়েদের পেটে ক্রিমি হলে এর পাতার রস গরম করে পরে ঠাণ্ডা হলে ছেঁকে খাওয়ালে ক্রিমির উপদ্রব কমে যায়। অন্যান্য রোগে মুক্তোঝুরি: ১। বমি সৃষ্টি করতে- এটা বমি সৃষ্টি করে। বড় চামচে এক চামচ পাতার রস খাওয়ালে শিশুদের বমি হয়ে থাকে। বড়দের আরও বেশী খাওয়া দরকার হবে বমি সৃষ্টি করতে। ২। ক্রিমি নাশে- পাতার রসের সাথে রসুনের রস মিশিয়ে খাওয়ালে ক্রিমি নষ্ট হয়ে যায়। ৩। ক্ষতস্থানে- পাতা বেটে ক্ষতস্থানে লাগালে ক্ষত দ্রুত ভাল  হয়ে যায়। ৪। ছুলিরোগে- মুক্তোঝুরির পাতা বেটে ছুলিরোগে লাগালে ছুলিরোগ ভাল হয়ে যায়। ৫। কোষ্ঠ পরিষ্কার করতে- পানিতে মূল সিদ্ধ করে খেলে কোষ্ঠ পরিষ্কার হয়। শিশুদের কানের ব্যথায়- শিশুদের কানে যন্ত্রণা হলে ২/৩ গ্রাম শুষ্ক পাতা চূর্ণ ৭/৮ চামচ গরম পানিতে ভিজিয়ে রেখে অল্প ফুটিয়ে নিতে হবে এবং তা ছেঁকে ঠাণ্ডা করে ফোঁটা ফোঁটা করে কানে দিতে হবে। এতে কানের যন্ত্রণা সেরে যাবে।  অন্যান্য রোগে- মুক্তোঝুরি হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, বাত প্রভৃতি রোগে নিরাময় হয়। মুক্তোঝুরির গাছ অত্যন্ত উপকারী। এর অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। তাই আমাদের উচিত এর যথাযথ ব্যবহার করা। 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ