ডালিমের উপকারিতা ঃ

পরিচিতিঃ ডালিমকে চীনে বলা হয় লাকি ফ্রুট। যার অন্য নাম আনার। পাঞ্জাব কাশ্মীরে এ ফলকে বেদানা বলে। বেদানা আকারে ডালিমের চেয়ে অনেক ছোট এবং মিষ্টি স্বাদের। ডালিমের বৈজ্ঞানিক নাম Punica granatum। এটি স্বাস্থ্য ও ত্বকের জন্যও খুব ভালো। ডালিমে আছে এন্টি অক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ পদার্থ। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখে ডালিম। এতে আছে এন্টি অক্সিডেন্ট যা শরীরের যাবতীয় জীবাণুকে অপসারণ করে। ডালিম ফল ডালিমগাছের পাতা, ছাল, মূল, মূলের ছাল সবই ওষুধি হিসেবে ব্যবহার করা হয়। ডালিমের উপকারিতাঃ - ডালিম ক্ষিদে বাড়িয়ে দেয় - শরীর স্নিগ্ধ করে - মেদ ও বল বৃদ্ধি করে - ডালিম রুচি বৃদ্ধি করে - কোষ্ঠশুদ্ধি করে - অরুচি দূর করে শ্বাসকষ্ট - কাশি ও বাত ব্যাধি নাশ করে - ডালিমের রস মেধা বৃদ্ধি করে, - মুখ পরিষ্কার করে। - ডালিমে প্রচুর পরিমাণ লৌহ আছে যা রক্তবৃদ্ধি করে। - ডালিমের সরবতে সমপরিমাণ পানি মিশিয়ে পান করলে উষ্ণাপত্ত অর্থাৎ পিত্তগরম হওয়া সেরে যায়,গরমকালে মাথা গরম দূর হয়ে যায় মাথা ঠান্ডা হয় ও চোখের জ্বালা কমে - বহুদিন ধরে যারা আমাশায় ভুগছেন তাদের ডালিমের খোসা লবঙ্গের সঙ্গে ফুটিয়ে খাওয়ালে অন্য ওষুধের চেয়ে অনেক বেশি সুফল লাভ করবেন। - ডালিম গাছের মূলের ক্বাথ কৃমিনাশক। - ডালিমের রস খেলে জন্ডিস সেরে যায় বুক ধড়ফড়ানিও সারে। - বুকের ব্যথা ও কাশি কমে যায়। - কণ্ঠস্বর পরিষ্কার হয়। - ডালিমের রস বমি বন্ধ করে ও হার্টের পক্ষে উপকারী। - ডালিমে শরীর হৃষ্টপুষ্ট হয়, পিপাসা দূর হয়। - ডালিমের রস বিটলবণ ও মধু এক সঙ্গে মিশিয়ে মুখে রাখলে বিশ্রি রকমের অরুচি প্রশমিত হয়। - ডালিমের রস পুরনো পেটের অসুখে ও জ্বরে উপকার দেয়। - ডালিমের রস ত্রিদোষ নাশ করে অর্থাৎ কোমরবাত ও পিত্তের দোষ নাশ করে। - ডালিম ফুল ও ডালিমের খোসা জৈত্রি দারচিনি, ধনে ও গোলমরিচের গুড়ো মিশিয়ে খাওয়ালে বাচ্চাদের পুরানো একটানা পেটের অসুখ ও পায়খানার সঙ্গে রক্তপড়া বন্ধ হয়।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ