আপাং গাছের অসাধারণত্ব উপকারিতা সম্পর্কে জেনে নিন ঃ

আপাং আপাং একটি একবর্ষজীবী উদ্ভিদ। আপাং এর ইংরেজি নাম Prickly-chaff flower । এটি বিভিন্ন নামে পরিচিত যেমন- সংস্কৃতিতে অপামার্গ, হিন্দিতে লটজিরা, বাংলায় বিলাইখামছি ও উপতল্যাংগা। গ্রীস্মের শেষ দিকে ফল শুষ্ক হয় এবং মাটিতে পড়ে যায়। আপাং এর যে অংশ ব্যবহার করা হয়:   মূল, কাণ্ড, পাতা ও বীজ অর্থাৎ সমস্ত উদ্ভিদ।  আপাং এর ব্যবহারবিধি ও উপকারিতাসমূহ প্রসাবের সমস্যায় আপাং:   আপাং এর ক্বাথ (decoction)  ৩০ থেকে ৫৮ গ্রাম  মাত্রায় দিনে তিনবার সেবন করলে মূত্রকষ্ট দূর হয় এবং প্রচুর পরিমাণে প্রসাব হয়। মূত্রবৃদ্ধি করে বলে শোথ রোগে এর বহুল ব্যবহার আছে। ৫৮ গ্রাম আপাং চূর্ণ ১১৬ গ্রাম পানিতে ১৫ মিনিট সিদ্ধ করলে যে ক্বাথ পাওয়া যায় তা থেকে ৩০ গ্রাম হতে ৫৮ গ্রাম মাত্রায় দিনে তিনবার সেবন করলে প্রচুর প্রস্রাব হয় এবং শোথ রোগ কমে যায়। প্রসব সমস্যায় আপাং:   এটা মৃদু জোলাপের কাজ করে। বৃহৎ মাত্রায় সেবন করলে প্রসব বেদনা ত্বরান্বিত হয় তাই গর্ভপাত ঘটানোর জন্য অনেক সময় এর ব্যবহার করা হয়ে থাকে। আপাং এর ছাই এ প্রচুর পরিমাণ পটাশ আছে তাই এর ছাই অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়। বক্ষব্যধিতে আপাং:   সামান্য কারণেই যাদের বুক ধড়ফড়ানি শুরু হয় তাঁরা যেন প্রত্যহ সকালে ঠাণ্ডা পানি সহ এক চা-চামচ আপাং এর তাজা রস কিছুদিন নিয়মিত খান। তা হলে হৃদযন্ত্র সবল হবে। ক্ষুদা সমস্যায় আপাং:   যাদের ক্ষিদে হয় না জোর করে খেলে হজম হয় না তাঁরা ৮ ভাগ আপাং-এর শিকড় এবং ১ ভাগ গোলমরিচ বেঁটে ছোট ছোট বড়ি তৈরি করবেন এবং বড়িগুলি ছায়াতে শুকিয়ে প্রত্যহ সকাল-বিকাল খাবারের পর পানিসহ একটি করে বড়ি খাবেন। এতে করে স্বাভাবিক ক্ষুধা তৈরি হবে।বিষ নষ্ট ও পাগল চিকিৎসায় আপাং:   আপাং-এর ক্বাথ সেবন করলে নিদ্রাহীনতা দূর হয়। আপাং এর মূল ২৩ গ্রাম এবং শ্বেত বেড়েলার মূলের ছাল ৮২ গ্রাম একত্রে চূর্ণ বা মণ্ড করতে হবে। এর সাথে দেড় লিটার পানি ও আড়াই পোয়া গরুর দুধ মিশিয়ে জ্বাল দিয়ে ৫৮ গ্রাম ক্বাথ প্রস্তুত করতে হবে। এই ক্বাথ প্রত্যহ সকালে উন্মাদ রোগীকে সেবন করতে দিলে উন্মাদ রোগ ভাল হয়। আপাং এর তাজা পাতা পিষ্ট করে বিষাক্ত কীট-পতঙ্গের দংশিত স্থানে লেপন করলে বিষ নষ্ট হয়ে যায়। আপাং-এর পুস্প চূর্ণ অল্প চিনির সাথে খেলে পাগলা কুকুরের বিষ নষ্ট হয়। বিভিন্ন রোগে  আপাং:   চোখের সমস্যায়- চোখের মণির অস্বচ্ছতা ও চোখ প্রদাহে মূলের মণ্ড ব্যবহৃত হয়। রক্ত বন্ধ করতে- আপাং এর শিকড়ের নির্যাস রক্তপাত বন্ধ করে। কাটাস্থানে আপাং পাতাঁর রস দিলে সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়।  ফোঁড়ার জন্য- আপাং পাতা আতপ চালের সাথে বেঁটে ফোঁড়ার মুখ ছাড়া চারদিকে ঘিরিয়া প্রলেপ দিলে ফোঁড়া সহজে ফাটে। শূল বেদনায়- শূল বেদনায় আপাং-এর ছাই মধুর সাথে মিশিয়ে সেবন করা হয়। কাশি এবং হাঁপানিতে- কাশি এবং হাঁপানিতেও এটা ভাল কাজ করে থাকে।   অন্যান্য রোগে আপাং এর ব্যবহার ১। পাকস্থলীর গোলযোগ নিরাময় করে, রাতকানা রোগ আরোগ্য করে, চর্মরোগ, বাতরোগ, সিফিলিস এবং ফুসফুসীয় রোগ ভাল করে। এসব রোগের জন্য সেবন মাত্রা ৩০-১২০ গ্রাম। ২। এ ছাড়াও এর ক্বাথ উদরাময়, আমাশয়, অতিরজঃ, অর্শ, বাত, অভ্যন্তরীণ অঙ্গ প্রদাহ, চর্মরোগ প্রভৃতি রোগে ব্যবহৃত হয়।   আপাং এর গাছ আমাদের জন্য অত্যন্ত উপকারী। এর ঔষধি গুণাগুণ অনেক। আমাদের উচিত এর যথার্থ ব্যবহার করা। 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ