রামবুটান ফলের ভেষজ উপকারিতা ঃ

রামবুটান বিদেশী ফল হলেও এখন এটি বাংলাদেশে চাষ করা হচ্ছে । একই নামের একটি বিশেষ জাতের গাছ থেকে পাওয়া যায় এই ফল। রামবুটানের গাছ মাঝারি আকারের বৃক্ষ প্রকৃতির । লম্বা হয় প্রায দশ থেকৈ বারো মিটার । বেশ ঝোপাল স্বভাবের এই গাছ দুই থেকে চার টা পাতা একসাথে থাকে । ফুলের রং সবুজাভ । এই ফলের রঙ কাচা থাকলে সবুজ পাকলে লাল রঙ হয়ে যায় । এই ফলের ভেতরের অংশটা দেখতে অনেকটা লিচু বা লংগানের মতো। প্রতিটি ফলের ওজন ৩০-৬০ গ্রাম । ইন্দোনেশিয়ায় মূলত জন্মায়।খুব পুষ্টিগুণ সমৃদ্ধ এই গাছের ফল, পাতা, বীজ সবই উপকারি। দারুণ সব পুষ্টিগুণের জন্য রামবুটানকে ‘সুপার ফ্রুট’ও বলা হয়। ফলটির উপকারিতা জেনে নিন এবার। ভিটামিন সি এর উৎস : 2)ডায়াবেটিস প্রতিরোধ করে : 3)ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে : 4)বিষাক্ত পোকমাকড় কামড়ালে : 5)শরীরের দুর্বলতা দূর করতে : 6)রাতকানা রোগ প্রতিরোধ করে : 7)হজমে সহায়তা করে :

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ