সকালে বাদাম ও কিসমিস খাওয়ার উপকারিতা ঃ

সকালে উঠে বাদাম ও কিসমিস   ✦✦ ওজন বাড়ানোর জন্য বাদাম আর কিসমিসের বিকল্প নেই।  রাতে ঘুমাবার সময় অল্প জলে আধ কাপ কাঠ বাদাম ও কিসমিস ভিজিয়ে রাখুন ৷সকালে সেগুলো ফুলে উঠলে খেয়ে নিন খান প্রচুর শাক সবজি ও ফল ✦✦ ভাবছেন এগুলো তো ওজন কমাবার জন্য খাওয়া হয়, তাই না? ওজন বাড়াতেও কিন্তু আপনাকে সাহায্য করবে এই ফল আর সবজি।  এমন অনেক ফল আর সবজি আছে যারা কিনা উচ্চ ক্যালোরি যুক্ত। আম, কাঁঠাল, লিচু, কলা, পাকা পেঁপে, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু,  কাঁচা কলা ইত্যাদি ফল ও সবজি খেলে ওজন বাড়বে। ✦✦ যদি এইসব না করেও আপনার ওজন না বৃদ্ধি পায়,  তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করুন। কেননা কোনও সুপ্ত অসুখ থাকলেও তার ফলে রুগ্ন ও ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হতে পারেন। খাবারের পরিমাণ বাড়ান ✦✦ খাবারের পরিমাণ বাড়ানো মানেই একগাদা খেয়ে ফেলা নয়। আপনি যদি কম খাওয়ার কারণে রোগা হয়ে থাকেন, তাহলে খাবারের পরিমাণ আপনাকে বাড়াতেই হবে। স্বাভাবিকভাবে যা খেয়ে থাকেন, তার ৪ ভাগের ১ভাগ পরিমাণ খাবার বাড়িয়ে খান প্রতিদিন।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ